| রাত ১০:৩৭ - শনিবার - ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৯ই রমজান, ১৪৪৪ হিজরি

ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি গফরগাঁওয়ের নিন্মাঞ্চল প্লাবিত, পানির নিচে রোপা আমন

গফরগাঁও প্রতিনিধি, ০৩ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহ গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় গত এক সপ্তাহ ধরে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ, গফরগাঁও পৌর এলাকার ৪ ও ৮নং ওয়ার্ড ও পাঁচবাগ ইউনিয়নের চরশাখচূড়া গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার।
এছাড়াও অতি বৃষ্টিতে টাঙ্গাব, নিগুয়ারী ও পাইথল ইউনিয়নে রোপা আমন ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, মাত্র ৪/৫ দিনের বৃষ্টিতে ১২০ হেক্টর জমির রোপা আমন ও ৩০ হেক্টর জমির বিভিন্ন ধরনের শাকসবজি পানিতে তলিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ৭:২১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৫