| রাত ৪:৩১ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় ফের বন্যা

ধোবাউড়া প্রতিনিধি ঃ  ০৩ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার,
টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধোবাউড়ায় ফের বন্যার দেখা দিয়েছে। এতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। আর দুদফা বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়ছে কৃষক। গত দুদিনের টানা বৃষ্টিতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের মধ্য শালকোন,পশ্চিম শালকোণা,উত্তর শালকোণা, মেকিয়ারকান্দা, ডুমগাটা, মান্দালিয়া, গোয়াতলা, ইউনিয়নেরপুটকাই, হরিপুর, চুরবহুলী, মাটিখলা,ছনাটিয়া, জোকা, ঘোগড়াপাড়, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বহরভিটা, উদয়পুর, কালিনগর, ধোবাউড়া সদর ইউনিয়নে দর্শা, মন্তনী, বিলপাড় সহ প্রায় ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার আব্দুল্লা আল মামুন বলেন প্রায় ৫০০ একর জমির ফসল নষ্ট হওয়ার আশংকায় রয়েছে। এছাড়া গামারীতলা ইউনিয়নের সাবেক মেম্বার আঃ মালেক বলেন দুদফা বন্যায় নেতাই নদীর বাঁধ ভেঙ্গে রনসিংহপুর,কল্যাণপুর,কামালপুর,চান্দেনগর গ্রামে ব্যাপক ক্ষতি গ্রস’্য হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩:৫৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৫