| রাত ৩:১১ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আই-জেন ক্যাম্প

অনলাইন ডেস্ক : ২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,

‘সবার জন্য ইন্টারনেট’ স্লোগান নিয়ে আগামীকাল, ৩ সেপ্টেম্বর, থেকে শুরু হচ্ছে আই-জেনের আঞ্চলিক প্রতিযোগিতা ও আবাসিক ক্যাম্প । ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের ১৫ জেলার সেরা ১৫টি স্কুলদল নিয়ে তিনদিন ব্যাপি আই-জেন ক্যাম্প শুরু হচ্ছে। এরকম আট অঞ্চলে আটটি ক্যাম্পে অংশ নেবে ৬৪ জেলার বিজয়ী স্কুল দল৷ প্রতযিোগতিার এই র্পযায়টি সারা দেশে চলবে পুরো সপ্টেম্বের মাস জুড়ে। তিন দিনের ক্যাম্প ও প্রতিযোগিতা শেষে আট অঞ্চল থেকে আটটি স্কুলদল নির্বাচিত হবে জাতীয় পর্যায়ের আই-জেন প্রতিযোগিতার জন্য৷ প্রতি দলে থাকছে জেলার প্রতিনিধিত্বকারী সেরা স্কুলদলের পাঁচজন প্রতিযোগী৷ আই-জেনের অঞ্চলগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর৷
ময়মনসিংহ অঞ্চলের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের সম্ভুগঞ্জের ব্র্যাক লার্নিং সেন্টারে৷ এতে অংশ নিচ্ছে নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার প্রতিনিধিত্বকারী সেরা স্কুলদল৷ স্কুলগুলো হচ্ছে নেত্রকোনা সরকারী বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, জামালপুর জিলা স্কুল, শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমী, আফতাব উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়৷

রংপুরের দর্শনার মোড় এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে আঞ্চলিক আই-জেন ক্যাম্পে অংশ নিচ্ছে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর ও গাইবান্ধা জেলার প্রতিনিধিত্বকারী স্কুলদলগুলো৷ এ অঞ্চলের সেরা স্কুলদলগুলোর মধ্যে আছে দ্য মিলেনিয়াম স্টার্স, বিপি সরকারি উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়, নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়, ফাকল পুলিশ লাইন্স স্কুল, দিনাজপুর জিলা স্কুল ও গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়৷
আই-জেন সর্ম্পকে গ্রামীণফোন-এর এক্সটারনাল কমিউনিকেশন্স প্রধান জনাব সৈয়দ তালাত কামাল বলেন, “গ্রামীণফোন তার ইন্টারনেট ফর অল লক্ষ্য অর্জনের জন্য দেশব্যাপী ইন্টারনেট সম্পর্কে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে। তার অংশ হিসেবে আই-জেন এর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতন করার উদ্যোগ নেয়া হয়েছে”।
তিন দিনের এই আবাসিক ক্যাম্পে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশ নিবে৷ এতে কম্পিউটার প্রোগ্রামিং ও ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া থাকবে ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা, ইন্টারনেট নিরাপত্তা, উইকিপিডিয়া ও গুগল ট্রান্সলেটে অবদানের মতো বিষয়ে কর্মশালার ব্যবস’া। প্রশিক্ষণ দেওয়া হবে উপস’াপন ও সুন্দর বাচন ভিঙ্গ বিষয়ে৷ থাকবে নেতৃত্ব, লক্ষ, ব্যক্তিত্বসহ জ্ঞান-বিজ্ঞানের নানান বিষয়ের পাঠ আর এগুলোর ওপর অভিজ্ঞদের সঙ্গে আলাপচারিতা৷ সঙ্গে থাকবে আরও কিছু চমক৷

গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফূর্তি ও চ্যানেল আই। আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে সারাদেশের ২ হাজার স্কুলে৷ এতে অংশ নিয়েছে ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী৷ এর মধ্য থেকে জেলা অংশ নিয়েছে এক হাজার স্কুলের স্কুলদল৷ জেলা পর্যায়ে প্রতি জেলা থেকে আমরা পেয়েছি একটি দল যারা এখন অংশ নিচ্ছে আই-জেনের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায়৷ আই-জেনের বিস-ারিত তথ্য থাকছে আই-জেনের ফেসবুক পেজ (িি.িভন.পড়স/ওএঊঘ) ও প্রথম আলোর বিশেষ ওয়েবপেইজে (িি.িঢ়ৎড়ঃযড়স-ধষড়.পড়স/রমবহ)। (শেষ)

বিসত্মারিত অনুসন্ধানের জন্য যোগাযোগঃ তানভীর আহমেদ, পাবলিক রিলেশন্স, গ্রামীণফোন লিঃ। ফোন: ০১৭১১০৮১০৬৪
গ্রামীণফোন লি:
টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৫৩ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরম্ন করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস’া গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৯ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘চলো বহুদূর’- এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা ও স্টক এঙচেঞ্জে তালিকাভুক্ত। িি.িমৎধসববহঢ়যড়হব.পড়স : িি.িভধপবনড়ড়শ.পড়স/মৎধসববহঢ়যড়হব.

সর্বশেষ আপডেটঃ ৯:২৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০১৫