বাজিতপুরে স্বাধীনতার নাটক মঞ্চস্থ করলেন ক্ষুদে শিক্ষার্থীরা
বাজিতপুর সংবাদদাতাঃ- : ২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হল মিলনায়তনে কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক জনগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে আজ বুধবার বিকাল ৪টার দিকে আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা লেখক সেলিম মাহমুদের সঞ্চালনায় ‘ইতিহাস কথা বলে’ নাটকটি পরিচালনা করেন শ্রী মানষ ধর। নাটকটিতে ১৯৭১ সনের পাকহানাদার বাহিনীরা যখন আমাদের স্বাধীকার আন্দোলনের জন্য এই দেশের ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা আসে। তখন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান রেসক্রস ময়দানে ভাষণ দিতে গিয়ে বলেন, যার যেটা আছে তাই নিয়ে শক্রদের বিরম্নদ্ধে জাপিয়ে পড়ার জন্য সাড়ে ৭ কোটি মানুষকে আন্দোলনের আহবান জানান। এই নাটক টিতে সেই চিত্রই ফুঁটে উঠেছে। পরে জেলা প্রশাসক জে এস এম জাফর উল্লাহর উপসি’তিতে ক্ষুদে শিক্ষার্থীদের বাজিতপুর উপজেলা চেয়ারম্যান ছারম্নওয়ার আলম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আশরাফুল আলম আশরাফ সহ কয়েক জন নেতৃবৃন্দ পুরষ্কার প্রদান করেন।