| রাত ২:২৫ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে বেকারি মালিকের কারাদন্ড

 

কিশোরগঞ্জ প্রতিনিধি, ০১ সেপ্টেম্বর, ২০১৫ মঙ্গলবার,
কিশোরগঞ্জে পঁচা তেল ও ক্ষতিকর রং দিয়ে পাউরম্নটি, বিস্কুট এবং লাড্ডুসহ বিভিন্ন ফাস্টফুড তৈরির অপরাধে এক বেকারি মালিককে দুই মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত বজলু মিয়া (৪০) শহরের বত্রিশ এলাকার রাইজিং বেকারির মালিক। এর আগে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো. রিয়াদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দলের সহায়তায় ভ্রাম্যমান আদালত বেকারিটিতে অভিযান চালায়। এ সময় কারখানায় নোংরা পরিবেশ, দুর্গন্ধ, কয়েক দিনের পুরনো পঁচা তেল এবং ক্ষতিকর উপকরণসহ রং দিয়ে তৈরি করা বেশ কিছু খাদ্য সামগ্রি পাওয়া যায়। ড্রামে রাখা তেলের নীচে প্রচুর ময়লা ও তৈরি করা লাড্ডুতে ক্ষতিকর লাল রঙের মিশ্রণ পাওয়া যায়। পরে বেকারি মালিক বজলু মিয়াকে আটক করে ভ্রাম্যমান আদালত দ- প্রদান করে।

সর্বশেষ আপডেটঃ ৬:২১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০১৫