| সকাল ৬:৫০ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার ভুমিকা রাখা প্রয়োজন–ফুলবাড়ীয়ায় বিনিময় সভা বক্তাগণ

 

ফুলবাড়িয়া ব্যুরো অফিস :৩০ আগস্ট ২০১৫, রবিবার:

ফুলবাড়ীয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বলেছেন, গণমাধ্যম কর্মী হিসেবে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে- দুর্নীতির বিরম্নদ্ধে সাংবাদিকদের সোচ্চার ভুমিকা রাখা প্রয়োজন। গত শনিবার (২৯আগস্ট বিকেল ৪টায়) সাপ্তাহিক ফুলখড়ি কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন গণ মাধ্যম কর্মীদের সংগে মত বিনিময় সভা সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরম্নল ইসলাম খান (সাংবাদিক) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের সকল সেক্টরে প্রত্যক্ষ ও পরোাক্ষভাবে দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতির বেড়াঝাল থেকে আমরা কেউ নিরাপদ নয়। এ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতাবোধ সৃষ্টি, দুর্নীতির কারণে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে- এ সকল বিষয়েও সাংবাদিকদের বলিষ্ঠ ভুমিকা রাখার সুযোগ রয়েছে। আমরা সর্বদাই সৎ সাংবাদিকতা প্রত্যাশা করি। নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকতা মহান পেশা, এ পেশা যেন কোন ভাবেই কলংকিত না হয় এ বিষয়টি খেয়াল রাখা উচিত। পাশাপাশি সাংবাদিকদের বৈধ আয়ের পথ খুঁজতে হবে- তা না হলে আপনারা দুর্নীতির বিরম্নদ্ধে ভাল কিছু লিখতে পারবেন না। প্রতিরোধ কমিটি মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি যথাক্রমে পারভীন আখতার রেবা, মো. হযরত আলী, সদস্য আলহাজ্ব আ. খালেক, শাহিদা পারভীন প্রমুখ। উপসি’ত সাংবাদিকরা নিজেদেরকে দুর্নীতিমুক্ত রাখার আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যে যদি একতা থাকত তাহলে দুর্নীতির বিরম্নদ্ধে আরও বেশি ভুমিকা রাখা যেত। সহকারী কমিশনার (ভুমি) কোন ঘুষ নেন না- তিনি ভুমি অফিসের তহশীলদার, সহকারী তহশীলদার এখনও ঘুষ ছাড়া কিছুই বুঝেন না- তারা নীরব দুর্নীতি করছে। নাম খারিজ করতে কি কি কাগজ পত্র লাগবে তাতেও ঠিকমত সহযোগিতা করেন না। থানায় হত্যা মামলায় দুর্নীতি, প্রাথমিক শিড়্গা ও মাধ্যমিক শিড়্গা এবং স্কুল, কলেজ ও মাদ্‌রাসায় নিয়োগ বাণিজ্যের দুর্নীতির ভয়াবহ আকার ধারন করছে। উন্নয়ন কর্মকান্ডের মান অত্যনত্ম নিম্ন মানের, ৪০দিনের কর্মসূচী, টি আর- কাবিখা, ভিজিডি, ভিজিএফ বিতরণে দুর্নীতির সীমা নেই। বাল্য বিবাহের সংগে কাজীরা জড়িত, খাদ্য গুদাম, হিসাব রড়্গণ অফিস ও ব্যাংকগুলোতে দুর্নীতি চলছে। উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে একবার দলিল লেখক হতে পারলে গাড়ী এবং সদরে একটি বাড়ীর মালিক হওয়া যায়। এ অফিসের দুর্নীতির মাত্রা ততই ভয়াবহ। সাংবাদিকরা আরও বলেন, দুর্নীতির বিরম্নদ্ধে সত্য ও বস’নিষ্ঠ সংবাদ পরিবেশন করার পর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এগিয়ে আসলে সাংবাদিকরা দুর্নীতির বিরম্নদ্ধে আরও বেশি লিখতে উৎসাহিত হবে। এ কমিটির কার্যক্রম মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হলে মানুষ কিছুটা হলেও সচেতন হবে এবং দুর্নীতির বিরম্নদ্ধে মানুষ আরও এগিয়ে আসবে। সাংবাদিকদের মধ্যে আলোচনা অংশ নেন, মো. আব্দুর রাজ্জাক (সম্পাদক, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম), মো. আব্দুস ছাত্তার (প্রতিনিধি, দৈনিক আমাদের সময়), এস এম গোলাম ফারম্নক আকন্দ, (দৈনিক ভোরের ডাক), মো. নজরম্নল ইসলাম (বার্তা সম্পাদক, সাপ্তাহিক ফুলখড়ি), হাফিজুল ইসলাম স্বপন (দৈনিক ভোরের কাগজ), এনায়েতুর রহমান (দৈনিক মানব জমিন), সেলিম হোসাইন (দৈনিক সংগ্রাম), মো. আ. জব্বার (দৈনিক লোক লোকানত্মর), হেলাল উদ্দিন উজ্জল (দৈনিক নব কল্যাণ), মুহাম্মদ জামাল উদ্দিন (কলামিস্ট) প্রমুখ। এসময় দৈনিক দিনকাল প্রতিনিধি মো. আব্দুল হালিম, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম এর স্টাফ রিপোর্টার মোশাররফ হোসেন উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১১:২৩ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০১৫