| দুপুর ১২:০৯ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

 

ধোবাউড়া প্রতিনিধি ঃ ৩০ আগস্ট ২০১৫, রবিবার:
রবিবার ধোবাউড়ায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এড ঃ প্রমোদ মানকিন এমপি। এসময় তিনি ধোবাউড়া এডিপি’র স্টল পরিদর্শণ শেষে প্রধান অতিথি’র বক্তব্যে বলেন বেশী বেশী গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। মেলায় ধোবাউড়া ওয়াল্ডভিশন সহ বিভিন্ন সরকারী বেসরকাী প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল নিয়ে বসেন। ধোবাউড়া এডিপি’র স্টলে প্রযুক্তি সম্পর্কে মানুষ ধারণা নিতে পারবে বলে এডিপি’র কৃষি কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র দে। মেলা উদ্বোধনকালে উপসি’ত ছিলেন ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আঃ মান্নান আকন্দ, সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, উপজেলা যুবলীগ আহব্বায়ক ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর, যুগ্ম আহব্বায়ক ডেভিড রানা চিসিম, যুবলীগ নেতা গৌতম সাহা,ছাত্রলীগ সভাপতি আঃ বারেক, সম্পাদক মেহেদী হাসান রনি,ছাত্রলীগ নেতা হাসিব তালুকদার, এডিপি’র প্রজেক্ট ম্যানেজার তিথুষ হাচ্ছা, কৃষি কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র দে, প্রিত্বিষ ঘাগ্রা প্রমূখ। এরপর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্ভোদন করেন। বঙ্গমাতা টুর্নামেন্টে কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে সোহাগীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গবন্ধু টুর্নামেন্টে পোড়াকান্দুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে গোস্তাবহুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিকরণী অনুষ্ঠানে উপসি’ত ছিলেন শিক্ষা অফিসার আতহার আলী, সহকারী শিক্ষা অফিসার মিলন,মুরাদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজুরুল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৫ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০১৫