| রাত ৪:০৬ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় ভ্যান চালক হত্যার মূল আসামী রিয়া গ্রেফতার

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৯ আগস্ট ২০১৫, শনিবার: 
মুক্তাগাছা থানার কান্দিগাঁও গ্রামের দিনমজুর ওমর আলীর পুত্র অটো ভ্যান চালক আমিরম্নল ইসলাম (১৬) হত্যা মামলার মূল আসামী রিয়াজ আলী রিয়াকে পুলিশ গতকাল শনিবার শহরের আটানী বাজার এলাকা থেকে গ্রেফতার করে। জানা যায়, কান্দিগাঁও গ্রামের ওমর আলীর পুত্র গত ১৩ জুলাই ২০১৫ সন্ধ্যায় বাড়ী থেকে অটো ভ্যান নিয়ে মুক্তাগাছায় আসে। রাতের বেলায় শহরে ভ্যান চালিয়ে বিভিন্ন জায়গায় যাত্রী নিয়ে চলাচল করে। রাত ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পায় তার পিতা। রাতে বাড়ী না ফেরায় চিনিত্মত হয়ে পড়ে ওমর আলী। পরদিন সকাল ৯টায় তার মৃত দেহ মন্ডল সেন এলাকায় রাসত্মার পাশে পাওয়া যায়। এ ব্যাপারে মামলা হলে পুলিশ আব্দুস সামাদ নামে একজনকে সন্দেহ মূলকভাবে গ্রেফতার করেন। পরবর্তীতে পুলিশ অনুসন্ধানে হত্যাকান্ডের মূল আসামী রিয়াকে শনিবার গ্রেফতার করে। এ ব্যাপারে মামলার বাদী ওমর আলীর সাথে কথা হলে তিনি জানান, আমার ছেলে হত্যায় রিয়া জড়িত তবে আব্দুস সামাদ জড়িত বলে আমার মনে হয় না। এ ব্যাপারে পুলিশ আরও গভীরভাবে তদনত্ম করলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। মামলা তদন্ত কর্মকর্তা এস,আই আওলাদ হোসেন সাংবাদিকদের জানান, রিয়াকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। আরও তথ্য পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১০:১৩ অপরাহ্ণ | আগস্ট ২৯, ২০১৫