| বিকাল ৫:৩৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ২৮ আগস্ট ২০১৫, শুক্রবার:
দেশব্যাপী সংঘটিত নারী নির্যাতন ও শিশু হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশ ও র‌্যালি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার বিকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি চন্দন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনি দীপা ভট্টাচার্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় শিড়্গা ও গবেষণা সম্পাদক সেঁজুতি চৌধুরী, জেলা বাসদ সংগঠক আলাল মিয়া, ছাত্র ফ্রন্টের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, হোসেনপুরের সংগঠক সোহেল প্রমুখ। বক্তাগণ দেশব্যাপী সংঘটিত নারী নির্যাতন ও শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সমাজের বিবেকবান মানুষকে এসব অনাচারের বিরম্নদ্ধে রম্নখে দাঁড়ানোর আহ্বান জানান। সমাবেশের আগে শহরে র‌্যালি বের করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৮ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০১৫