| রাত ৮:০৯ - মঙ্গলবার - ২৬শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই রমজান, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় ব্যাংক ম্যানেজার পুত্রের হাতে পিতা খুন !

 

সিরাজুল হক সরকার, ২৮ আগস্ট ২০১৫, শুক্রবার:
ময়মনসিংহের মুক্তাগাছার ঘোষবাড়ি গ্রামে এক ব্যাংক কর্মকর্তার বিরম্নদ্ধে বৃদ্ধ পিতাকে নির্মম নির্যাতন করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনা ধামাচাপা দিতে একটি মহল তৎপর রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোনালী ব্যাংক, ফুলপুর শাখার ম্যানেজার হযরত আলী দুদু সুকৌশলে অন্য ভাই বোনদের ঠকিয়ে পিতার সকল সম্পত্তি নিজ নামে লিখিয়ে নিয়ে অন্য ভাইদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ নিয়ে বৃদ্ধ পিতা জিন্নত আলী সরকার (৮২) কথা উঠালে প্রায়ই তাকে তার সনত্মান হযরত আলী দুদু ও নাতনি বিউটি আক্তারের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। বৃহস্পতিবার রাতে ছেলে এবং নাতনি মিলে তাকে শারীরিকভাবে নির্যাতন শেষে গলা টিপে হত্যা করে। শুক্রবার সকালে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রচার করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার প্রত্যড়্গদর্শী কাজের মহিলাকে তারা কৌশলে অন্যত্র সরিয়ে রাখে। নিহতের অপর ছেলে আবুল কালাম জানান, তার বড় ভাই ও ভাতিজি মিলে তাদের পিতাকে হত্যা করেছে। তিনি বলেন বড় ভাই দুদু তাদেরকে ঠকিয়ে বাবার সম্পত্তি লিখিয়ে নেবার পর থেকে তাদেরকে আর বাড়িতে উঠতে দেয় না এবং বৃদ্ধ পিতাকে নিজের পাকা ঘরে না রেখে টিনের খুপড়ি ঘরে ফেলে রাখতো ও প্রায়ই নির্যাতন করতো। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম লাশ উদ্ধার ঘটনা নিশ্চিত করে জানান, লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদনেত্মর রিপোর্ট পেলে হত্যা কি না নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩২ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০১৫