| রাত ৩:৪০ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ডীন’র উপর হামলার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

ত্রিশাল অফিস, ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. সুব্রত কুমার দে’র উপর হামলার ঘটনায়  বৃহস্পতিবার ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ), উপাচার্য দপ্তরের এস.এম. হাফিজুর রহমান জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পড়্গ থেকে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম জরম্নরী ভিত্তিতে ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান সভাপতি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল কাদের চৌধুরীকে সদস্য সচিব করে ছয় সদস্য বিশিষ্ট তদনত্ম কমিটি গঠন করেছেন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদনত্ম প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
উলেস্নখ্য; গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাইক্রোবাসে প্রফেসর ড. সুব্রত কুমার দে ময়মনসিংহে গিয়ে গাড়ি থেকে নামতেই ১৫-২০ জন দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালায় এবং বেদম প্রহার করে।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৬ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০১৫