| বিকাল ৪:৩৬ - রবিবার - ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা শাওয়াল, ১৪৪৫ হিজরি

সৌরভ গাঙ্গুলির রেকর্ড ভেঙে সিরিজ জেতালেন ডি ভিলিয়ার্স

অনলাইন ডেস্ক,২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:

সৌরভ গাঙ্গুলির রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জেতালেন এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে ইতিহাসে এতদিন সবচেয়ে কম ২০০ ইনিংসে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড ছিল ভারতের সাবকে ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির। কিন্তু সেটা ভেঙে দিয়ে ১৮২ ইনিংসে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করলের প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। ডারবানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে ডি ভিলিয়ার্সের ওয়ানডে রান ছিল ৮১ ইনিংসে ৭৯৮১। গাঙ্গুলির রেকর্ড ছুঁতে তার এদিন প্রয়োজন ছিল ১৯ রান। আর এমন লক্ষ্য সামনে নিয়ে শেষ পর্যন্ত ৪৮ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতে এখন তার রান ৮০৪৫। তার এই দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৬২ রানে জয় পায়। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ২০ রান ও দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ড ৮ উইকেটে জেতে। সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটে গিয়ে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ৪৯.২ ওভারে ২২১ রানে অলআউট হয় সফরকারী কিউইরা। সর্বোচ্চ ৫৪ রান আসে টম লাথামের ব্যাট থেকে। এর আগে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে মরনে ভ্যান উইক ও হাশিম আমলা ৮৯ রানের জুটি গড়েন। আমলা ৫৫ বলে ৪৪ ও ভ্যান উইক ১০০ বলে ৫৮ রান করেন। এতে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ালো দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ আপডেটঃ ১:২৯ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০১৫