আজ তনিমা হামিদের শুভ জন্মদিন

অনলাইন ডেস্ক,২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:
দর্শকপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদের জন্মদিন আজ। আজকের দিনটি নিয়ে তেমন কোন বিশেষ পরিকল্পনা না থাকলেও সন্ধ্যায় স্বামী শামসুদ্দিন হায়দার ডালিম ও সন্তান নীভকে নিয়ে মা-বাবার কাছে যাবেন তনিমা। সেখানেই বিশেষভাবে সময় কাটাবেন তিনি। জনপ্রিয় এ অভিনেত্রীর জন্মদিনে মানবজমিন-এর পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।