| সকাল ১১:৩১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাপানে ‘গনি’র আঘাতে আহত ২৬

অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার:

ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর এবার জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘গনি’। এর আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল নাগাদ এটি জাপান সাগর অতিক্রম করবে।
এরইমধ্যে ‘গনি’র আঘাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে রাস্তাঘাট। উপড়ে গেছে গাছাপালা।
দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
প্রায় ৫ লাখ মানুষের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন কায়োদো সংবাদ সংস্থা।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনের ওপর তাণ্ডব চালায় টাইফুন ‘গনি’। এর আঘাতে দেশটিতে ২১ জনের প্রাণহানি হয়।
শনিবার (২২ আগস্ট) টাইফুনটি ফিলিপাইনের উত্তরাঞ্চলের নিম্নাঞ্চলে আঘাত হানে। কোরিয়ান শব্দ ‘গনি’ অর্থ রাজহাঁস।

সর্বশেষ আপডেটঃ ১২:২২ অপরাহ্ণ | আগস্ট ২৫, ২০১৫