| দুপুর ২:১৮ - শনিবার - ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

 

শেরপুর সংবাদদাতা: ২৪ আগস্ট ২০১৫, সোমবার:
শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ ২৪ আগস্ট সোমবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ.এম. পারভেজ রহিম। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ ও সম্পাদক মানিক দত্তসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপসি’ত ছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী দিনের প্রথম খেলায় শ্রীবরদীর মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নকলার খৈয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং দ্বিতীয় খেলায় শেরপুর সদরের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ১-০ গোলে ঝিনাইগাতীর গিলাগাছা পানিউচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

সর্বশেষ আপডেটঃ ৮:১০ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০১৫