| রাত ৪:১২ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ৪ দিন পর কৃষকের লাশ উদ্ধার

শেরপুর সংবাদদাতা: ২৪ আগস্ট ২০১৫, সোমবার:
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের চারদিন পর আব্দুল কুদ্দুছ (৫৫) নামে এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৪ আগস্ট সোমবার বিকেল পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলা সদরের সালদা গ্রামের একটি ডোবা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। কুদ্দুছ সালদা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট শুক্রবার রাতে কুদ্দুছ বাড়ি থেকে বের হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তাঁর সন্ধান পাননি। আজ সোমবার বিকেলে সালদা গ্রামের একটি ডোবায় এক বৃদ্ধের লাশ ভেসে ওঠে।
সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস’লে গিয়ে লাশটি কুদ্দুছের বলে সনাক্ত করেন। পরে সোমবার বিকেল পাঁচটার দিকে পুলিশ ওই ডোবা থেকে কুদ্দুছের গলিত লাশ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজ সোমবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় কুদ্দুছের ছেলে হাবিল উদ্দিন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়েরের প্রস’তি নিচ্ছেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করতে কুদ্দুছের লাশ ময়নাতদনেত্মর জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৫ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০১৫