| সন্ধ্যা ৭:৩১ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় জাইকা প্রকল্পের রা ভেঙ্গে হাজার একর রোপা আমন প্লাবিত

 

কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা , ২৪ আগস্ট ২০১৫, সোমবার:

কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া, উলুকান্দা জাইকা প্রকল্পাধীন বাকলা, হাটশিরা উপ-প্রকল্পের ১১কিলোমিটার রাস্তা, রবিবার রাতে প্রবল বর্ষনে ও নদীর স্রোতের ধাক্কায় কয়েক জায়গায় ভেঙ্গে গিয়ে প্রকল্প এলাকাধীন হাজার একর রোপা আমন ফসল পানিতে তলিয়ে গেছে। প্রকল্প কমিটির সেক্রেটারী রোকন উদ্দিন মেম্বার জানান এলাকার বিসতৃর্ণ ফসলী জমি রক্ষার জন্য জাপানী উন্নয়ন সংস্থা জাইকার ১ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে সমপ্রতি প্রকল্পটি সমাপ্ত হয়। রাস-া ভেঙ্গে পানি ঢুকায় কয়েক শত কৃষক পরিবার ক্ষতিগ্রস’ হয়েছে। কয়ড়া গ্রামের কৃষক মফিজ উদ্দিন জানান গুরুত্বপূর্ণ রাস্তা কাম বাঁধটি নির্মান করায় এবছর কৃষকরা রোপা আমন আবাদ করেছিল। পানি ঢুকে কৃষকের মাথায় হাত। এলাকাবাসী বন্যা উত্তর রাস-াটি মেরামতের জোর দাবী জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৭:২২ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০১৫