| রাত ১০:৪১ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

র‌্যাব-২ পরিচালক মাসুদ রানাকে প্রত্যাহার

অনলাইন  ডেস্ক,  ২৪ আগস্ট ২০১৫, সোমবার,

র‌্যাব-২ থেকে পরিচালক লে. কর্নেল মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে র‌্যাব সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর এর আগে হাজারীবাগ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছিল। রোববার নিহতের ভাই আদালতে যে নালিশি মামলা দায়ের করেন সে মামলায় লে. কর্নেল মাসুদ রানাও আসামি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থেই লে. কর্নেল মাসুদ রানাকে র‌্যাব সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
রাজধানীর হাজারীবাগে চুরির অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া গত ১৭ আগস্ট ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বলে দাবি করেছে র‌্যাব।

সর্বশেষ আপডেটঃ ৫:০৩ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০১৫