| রাত ১১:৩৫ - বুধবার - ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে বার্ষিক সমবায় সমাবেশ

শেরপুর সংবাদদাতা: ২৩ আগস্ট ২০১৫, রবিবার:
শেরপুরে বার্ষিক সমবায় (সিবিও) সমাবেশ আজ ২৩ আগস্ট রোববার অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর জেলা কার্যালয় এ সমাবেশের আয়োজন করে।
নিজাম উদ্দিন আহাম্মেদ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার অর্থনৈতিক প্রকল্প কর্মকর্তা তৃষ্ণা দাজেল। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রকল্পের প্রকল্প কর্মকর্তা লাকী চিসিম।
বক্তব্য দেন স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিশবাদী সংগঠন শাইন্‌’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, সংস্থার প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, প্রভূদান সাওজাল, স্বপ্নপুরী সমবায় সমিতির সভাপতি মানসুরা বেগম, সোনার বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সুলতানা বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মোহর আলী ও মো. মনসুর আলী।
সমাবেশে স্বপ্নপুরী ও সোনার বাংলা সমবায় সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন শেষে সমিতির পক্ষ থেকে জানানো হয়, তারা তাঁদের সদস্যদের আর্থিক উন্নয়নের জন্য ঋণ কার্যক্রম ও গরু মোটাতাজাকরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ বছর থেকে তারা মৎস্য চাষ, নার্সারী ও কিন্ডার গার্টেন স্কুল পরিচালনার কার্যক্রম গ্রহণ করেছেন।  সমাবেশে দেড় শতাধিক নারী ও পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৫ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০১৫