| রাত ১০:৫৪ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ৩ দিনে ২ স্কুলছাত্রী অপহরণ

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ২৩ আগস্ট ২০১৫, রবিবার,

ময়মনসিংহের তারাকান্দায় ৩ দিনের ব্যবধানে ২ স্কুলছাত্রী অপহরণ হয়েছে। জানা গেছে, গত ১২ আগস্ট উপজেলার উলামাকান্দি গ্রামের ফজলুল হকের কন্যা স্থানীয় কালিখা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সালমা বেগম (১৬) একই গ্রামের ফুফাতো ভাই রইছ উদ্দিনের বাড়ী বেড়াতে এসে অপহরণ হয়। এ ব্যাপারে ওই ছাত্রীর ভাই পলাশ মিয়া বাদী হয়ে একই গ্রামের আশরাফুল(২২)সহ ৯ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার তারাকান্দা থানায় মামলা দায়ের করে। অপরদিকে গত ১৫ আগস্ট শনিবার উপজেলার কামারগাঁও গ্রামের বছির উদ্দিনের কন্যা রাজদারিকেল শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী(১২) বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে অপহরণ হয়। ওই ছাত্রীর বাবা বছির উদ্দিন বাদী হয়ে একই গ্রামের ফারুক (৩৫) ও কামরুল(৩৬) নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৮ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০১৫