| সন্ধ্যা ৬:৩৯ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদী থানার এ.এস.আই মিল্টন এখনো বহাল তবিয়তে !

শ্রীবরদী সংবাদদাতা ঃ  ২২ আগস্ট ২০১৫, শনিবার:

রেজিষ্ট্রেশন বিহীন মটর সাইকেল আটক অভিযানের নামে শ্রীবরদী উপজেলার দহেরপাড় বাজারে গিয়ে জানাযায় অংশ নিতে আসা এক মটর সাইকেল আরোহীকে আটকের ভয়ভীতি প্রদর্শনকালে বিক্ষুব্ধ জনতার হাতে গণধোলাইয়ের শিকার শ্রীবরদী থানার এ.এস.আই মিল্টন মন্ডল এখনোও বহাল তবিয়তে রয়েছেন। এ.এস.আই মিল্টনের অপকর্মকান্ডের ফিরিসি- নিয়ে এক ডজন সংবাদপত্রে খবর প্রকাশিত হলেও পুলিশের ইমেজ ক্ষুন্নকারী সদস্যের বিরুদ্ধে অদৃশ্য কারণে কোন ধরনের বিভাগীয় ব্যবস’া গ্রহণ না করায় সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। এদিকে নানা বিতর্কিত ঘটনার সৃষ্টিকারী এ.এস.আই মিল্টনের দাপট কমেনি। তার অবৈধ ক্ষমতার দাপট ও নিজেকে একটি বিশেষ জেলার সন-ান পরিচয় দিয়ে কোনঠাসা করে রেখেছেন থানায় কর্মরত স্টাফদের। শ্রীবরদীর সচেতন মহলের মাঝে প্রশ্ন উঠেছে পুলিশ বিভাগের ইমেজ ক্ষুন্ন করে মিল্টন আর কত দিন শ্রীবরদীতে থাকবে? জানা যায়, গত সাড়ে তিন বছর যাবত একই ষ্টেশনে চাকুরী করার সুবাদে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে বার বার নানা বিতর্কিত কর্মকান্ডে জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। বিগত সময়ে তাকে ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি অফিসে বদলী করলেও অল্প কিছুদিনের ব্যবধানে তিনি শ্রীবরদীতে ফের যোগদান করে নানা বিতর্কিত কর্মকান্ডের জন্ম দেন। শ্রীবরদীবাসী অবিলম্বে সুষ্ঠ তদনে-র মাধ্যমে এ.এস.আই মিল্টনের বিরুদ্ধে শাসি-মূলক ব্যবস’ার দাবী জানিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:২৯ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০১৫