| রাত ১১:৫৪ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আওয়ামী ওলামা লীগের সভাপতিকে ছুরিকাঘাত, আটক-১

অনলাইন ডেস্ক | ২১ আগস্ট ২০১৫, শুক্রবার,

রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস বিন হেলালীর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেছে এক দুর্বৃত্ত। জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট দিয়ে হেলালী বের হলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্ত তার গাড়ে ছুরি দিয়ে আঘাত করে। বেলা দুইটার দিকে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পল্টন থানার এসআই শরিফ হেলালীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। এদিকে ঘটনাস্থল থেকে সন্দেহজনক একজনকে আটক করার কথা জানিয়েছে পল্টন থানা পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৯ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০১৫