| সকাল ৯:২০ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১২৫০ ফুট উঁচু থেকে ঝাঁপ দিলেন মহেন্দ্র সিং ধোনি

অনলাইন ডেস্ক,২০ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:

১২৫০ ফুট উঁচু থেকে ঝাঁপ দিলেন মহেন্দ্র সিং ধোনি। এর আগে ভারতের সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং নিয়েছেন তিনি। কিন্তু এই প্রথমবারের মতো ভারতের বিমান বাহিনীর সঙ্গে ট্রেনিং করছেন দেশটির ওয়ানডে অধিনায়ক। আর সেখানে প্রথমবারের মতো প্যারাজাম্প দিলেন ধোনি। গত ৬ আগস্ট থেকে প্যারাটট্রুপার্স ট্রেনিং স্কুলে ট্রেনিং নিচ্ছেন সাম্মানিক লেফটেন্যান্ট জেনারেল ধোনি। দু’ সপ্তাহ ধরে প্যারাজাম্পের বিষয়ে প্রাথমিক পাঠ নেন মাহি। সেই ট্রেনিংয়েরই অঙ্গ হিসাবে বুধবার সকালে বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট থেকে ঝাঁপ দেন ধোনি। ১২৫০ ফুট উচ্চতা থেকে প্যারাশুট জাম্প দিলেও স্বাভাবিকই থাকেন ‘ক্যাপ্টেন কুল’। প্রশিক্ষণ শেষে এটিই তাঁর প্রথম প্যারাশুট জাম্প। এন ৩২ বিমান থেকে প্যারাশুট জাম্প দেন তিনি। প্যারা জাম্পারের স্বীকৃতি পেতে হলে আগামী কয়েকদিনে দশ হাজার ফিট থেকে এরকম আরও পাঁচটা ঝাঁপ দিতে হবে ভারতের একদিনের দলের অধিনায়ককে। ভারতের সাবেক খেলোয়াড় কপিল দেব, অভিনব বিন্দ্রার মত ক্রীড়াবিদের অতীতে আর্মির ট্রেনিংয়ে হয়েছিলেন। তবে ধোনি শুধু ভারত নয়, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে প্যারাট্রুপের এই ট্রেনিং নেওয়ার পর সরাসরি আর্মিদের সঙ্গে জাম্পে অংশ নিলেন

সর্বশেষ আপডেটঃ ১:৪৪ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০১৫