| দুপুর ২:৩২ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কটিয়াদীর কৃষক মঞ্জিল এবার সারাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ১৬ আগস্ট ২০১৫, রবিবার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ফলদ বৃড়্গ রোপনে বিশেষ অবদান রাখায় সারাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেন কৃষক মঞ্জিল মিয়া। কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নূর আলম গন্ধীর পরামর্শে বিভিন্ন প্রকার ফলদ গাছ রোপন করে কৃষক মঞ্জিল মিয়া। যার ফলে ২০১৫ তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউপির চরঝাকালিয়া গ্রামে । ওই কৃষি কর্মকর্তার দক্ষ তদারকি ও সঠিক পরামর্শের ফলে গত বছর সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে কৃষক আবুল কালাম। এবার কৃষক মঞ্জিল মিয়া অর্জন করল সারাদেশের মধ্যে ৩য় স্থান। এসব সাফল্য দেখে উপজেলার অন্য কৃষকরাও গাছ রোপনে আগ্রহী হয়ে উঠেছে। কৃষক মঞ্জিল মিয়ার সাফল্য নিয়ে দৈনিক আমার বাংলাদেশ ও বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের ভিওিতে গত ১৭ জুন ঢাকার খামার বাড়ী আ.কা.মু গিয়াস উদ্দিন মিল্কী হল রুমে জাতীয় ফলদ বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠানে উপজেলায় ফলদ বৃক্ষ রোপনে অবদানকারী ব্যক্তিদের পুরষ্কার প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মনতাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের সচিব শ্যামল কানিত্ম ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, মহাপরিচলক বীজ উইং আনোয়ার ফারম্নকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকগণ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কটিয়াদীর কৃষক মঞ্জিল মিয়া ও অন্যান্যরা। উলেস্নখ্য কটিয়াদী কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর আলম গন্ধীর পরামর্শে পেঁপে, কলা, লেবুসহ বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষ রোপন করে গত বছর সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে তাক লাগিয়ে ছিল কটিয়াদীর কৃষক আবুল কালাম, এবার বৃক্ষ রোপন করে মঞ্জিল মিয়া অর্জন করল সারাদেশের মধ্যে ৩য় স্থান।

সর্বশেষ আপডেটঃ ৯:২৪ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০১৫