| বিকাল ৩:০৫ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সনাক ময়মনসিংহ’র ইয়েস-ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দুর্নীতিবিরোধী থিয়েটার কর্মশালা

 

লোকলো্কান্তর ডেক্স, ১৪ আগস্ট ২০১৫, শুক্রবারঃ “দুর্নীতির বিরুদ্ধে থিয়েটার” এ প্রতিপাদ্যকে ধারণ করে সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ’র ইয়েস-ইয়েস ফ্রেন্ডস সদস্যদের অংশগ্রহণে শহরের এপেক্স ট্রেইনিং সেন্টারে গত ১২ আগস্ট ২০১৫ থেকে শুরম্ন হওয়া তিনদিন ব্যাপী প্রযোজনাভিত্তিক থিয়েটার কর্মশালা আজ ১৫ আগস্ট ২০১৫ শুক্রবার বিকেল ৫টায় সম্পন্ন হয়। কর্মশালা পরিচালনা করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার (ইয়েস) মো: তৌফিকুল ইসলাম।

সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে বোধগম্য, আনন্দদায়ক এবং সহজ একটি মাধ্যম হলো নাটক বা থিয়েটার। জনসচেতনতা বৃদ্ধির এ মাধ্যমকে কার্যকরভাবে ব্যবহার করে জনগণের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লড়্গ্যে তরম্নণদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্‌ সদস্যরা নিজেদের প্রযোজনায় একটি দুর্নীতিবিরোধী নাটক প্রস’ত করে এবং আজ কর্মশালার শেষ দিনে প্রস’তকৃত দুর্নীতিবিরোধী এ নাটক উপসি’ত সনাক, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্‌ সদস্যদের সামনে একটি টেশনিক্যাল শো পরিবেশন করে। জনগণের মধ্যে দুর্নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লড়্গ্যে উক্ত কর্মশালা শেষে পরবর্তীতে ময়মসিংহের বিভিন্ন স’ানে দুর্নীতিবিরোধী এ নাটক পরিবেশনার পরিকল্পনা করা হয়। কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে যথাক্রমে বক্তব্য রাখেন সনাক সদস্য মীর গোলাম মোসত্মফা ও শেখ বাহার মজুমদার। তাঁরা উল্লেখ করেন নাটক গণমানুষের কাছে পৌছানোর একটি গুরম্নত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা সম্ভব এবং তাদের অনুভুতিকে জাগ্রত করা সম্ভব। বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি, নাটকের মাধ্যমে দুর্নীতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং তা প্রতিরোধ করা সম্ভব।
এ সময় সনাক সদস্য, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস এর সদস্যবৃন্দ, টিআইবি’র কর্মকর্তা ও স্থানীয় নাগরিকরা উপসি’ত ছিল।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৬ অপরাহ্ণ | আগস্ট ১৪, ২০১৫