| রাত ১১:২৮ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদান

শেরপুর সংবাদদাতা:  ১৪ আগস্ট ২০১৫, শুক্রবার,
‘কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী’ এর আওতায় মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের লক্ষে তিনদিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর কার্যালয়ের উদ্যোগে শেরপুর পৌর টাউন হলে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোশ জাহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। আরো বক্তব্য দেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, শেরপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বেগম বিদ্যু, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহজাদা পারভীন ঝিনুক প্রমুখ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোশ জাহান বলেন, তিনদিনব্যাপী হেলথ ক্যাম্পে শেরপুর পৌরসভার কর্মজীবি এক হাজার মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী স্যাভলন, সাবান এবং ওরস্যালাইন প্রদান করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:০২ অপরাহ্ণ | আগস্ট ১৪, ২০১৫