| রাত ৩:৫৭ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

মিয়ানমারের ক্ষমতাসীন পার্টির প্রধানকে বহিষ্কার

অনলাইন ডেস্ক,১৩ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:

মিয়ানমারের ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রধান শুই ম্যানকে বহিষ্কার করা হয়েছে। দলের মহাসচিব মাউং মাউং থেইনের পরপরই তাকে অপসারণের ঘোষণা এলো।
প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের জেরেই শুই ম্যানকে বহিষ্কার করা হলো বলে মনে করছেন সমালোচকরা। আসছে নভেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে প্রার্থী বাছাই ও প্রেসিডেন্ট পদকে ঘিরে দ্বন্দ্ব চলছিলো বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন ও সংসদের স্পিকার শুই ম্যানের মধ্যে।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইউএসডিপি’র মহাসচিব মাউং মাউং থেইনকে অপসারণ করা হয়। তিনি নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, বুধবার (১২ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা থেকে রাজধানী নেপিডোতে ক্ষমতাসীন দলের সদর দফতর ঘেরাও করে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে আটকা পড়া কোনো দলীয় সদস্যকেই বের হতে দেওয়া হচ্ছে না বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সর্বশেষ আপডেটঃ ৫:৫১ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৫