| বিকাল ৫:১৪ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি ● ১১ আগস্ট ২০১৫, মঙ্গলবার:
কিশোরগঞ্জে স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করার লক্ষে উপজেলা পরিষদের সম্পাদিত ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন অর্থবছরের কার্য মূল্যায়নের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ  মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ্‌। এতে জেলার ১৩টি উপজেলার ইউএনও এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ অংশ নেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিআইএম’র ম্যানেজমেন্ট কাউন্সিলর মোহাম্মদ সাইদুর রহমান উপজেলাওয়ারী জরিপ ফলাফল প্রতিবেদন উপস্থাপন করেন। কার্যমূল্যায়ন বিষয়ক আলোচনায় ইউজেডজিপি’র প্রকল্প সমন্বকারী তৌফিক মহিউদ্দিন, জেলা ফ্যাসিলিটেটর মনির হোসেন মজুমদার, এমআইএস কর্মকর্তা মহিবুর রহমান প্রমুখ ছাড়াও ইউএনও এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ অংশ নেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৩ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০১৫