| রাত ৮:৩১ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাগর পথে পাচার হওয়ার ৫ মাস পর মালয়েশিয়া জেল থেকে বাড়ী ফিরল নয়ন

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ১১ আগস্ট ২০১৫, মঙ্গলবার:

ময়মনসিংহের তারাকান্দায় মাদ্রাসা ছাত্র জাকির হোসেন ওরফে নয়ন(১২) মানব পাচারকারীর কবলে পড়ে  সাগর পথে মালয়েশিয়া যাওয়ার  সময় পুলিশের হাতে ধরা পড়ে।  দীর্ঘ ৫ মাস পর মালয়েশিয়া জেল থেকে গত ৫ আগস্ট বাড়ী ফিরল নয়ন। জানা গেছে, উপজেলার বালিখা গ্রামের রমজান আলীর পুত্র ঢাকিরকান্দা এবতেদায়ী মাদ্রাসার হাফেজী বিভাগের ছাত্র জাকির হোসেন ওরফে নয়ন গত ১০ মার্চ তারাকান্দা উপজেলার মধুপুর থেকে অপহরণ হয়। এ ব্যাপারে অপহৃত ছাত্রের বাবা রমজান আলী বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে ডিবি পুলিশের তদন্তাধীন আছে। জাকির হোসেন ওরফে নয়ন বলেন, অপহরণকারীরা মাইক্রোযোগে ঢাকা নিয়ে যায়। পরে ঢাকা থেকে আরো ৪ যুবককে মাইক্রোতে তুলে কক্সবাজার নিয়ে আটক করে । তারপর শতাধিক লোকের সাথে সাগর পথে ট্রলারে তুলে দেয় এবং থাইল্যান্ড জঙ্গলে ২ মাস অবস্থান করে। পাচারকারীরা সুযোগ বুঝে সাগর পথে ট্রলার যোগে মালয়েশিয়া পাচার করে। মালয়েশিয়া সিমান্তে পৌছলে ওই দেশের পুলিশ আটক করে। দীর্ঘ ২ মাস পর জেলহাজত শেষে ওই দেশের সরকার বাংলাদেশে প্রেরণ করে। গত ৫ আগস্ট বাড়ীতে পৌছেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৬ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০১৫