| দুপুর ১২:০৭ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্লগার নিলয়ের দেহে ১২ কোপের চিহ্ন

অনলাইন ডেস্ক | ৮ আগস্ট ২০১৫, শনিবার,
নিহত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের শরীরে ১২টি কোপের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসকরা এ তথ্য জানান। শনিবার ঢাকা মেডিকেল কলেজে নিলয়ের ময়না তদন্ত হয়। ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, নিলয়ের শরীরে ১২টি আঘাতের চিহ্ন রয়েছে। গলার ও থুতনির আটটি আঘাত গভীর। এছাড়াও শরীরে ছিল আরও দুটি জখম। হত্যা নিশ্চিত করতেই এত আঘাত করা হয়েছে। মূলত গলার আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভাড়া বাসায় ঢুকে হত্যা করা হয় নীলাদ্রিকে। পরে গতকাল সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন। এ নিয়ে চলতি বছরের সাত মাসে চারজন লেখক ও ব্লগার খুন হলেন। এর আগে ২০১৩ সালে খুন করা হয় ব্লগার আহমেদ রাজীব হায়দারকে।

 

সর্বশেষ আপডেটঃ ৪:৩৭ অপরাহ্ণ | আগস্ট ০৮, ২০১৫