| রাত ১:৩৭ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ডা.মীমের অপসারণ ও শাস্তির দাবীতে মদনে মানববন্ধন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : ৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার:
নেত্রকোণা মদন উপজেলা শাখা স্বজন সমাবেশ ও সচেতন নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজের বিতর্কিত চিকিৎসক ডা. মীমের অপসারণ ও শাস্তির দাবীতে মঙ্গলবার মদনে মানববন্ধন কর্মসূচী পালন করে। সকাল ১২ টায় মদন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের গেইটের সামনে এ কর্মসূচী পালন করা হয়। সচেতন নাগরিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আরসুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন নায়েকপুর ইউপি চেয়ারম্যান কামরম্নজ্জামান তালুকাদর হীরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার আব্দুল খালেক ময়না মিয়া, রিপোর্টার্স ইউনিটির আহবায়ক ও সুজন সম্পাদক আজহারম্নল ইসলাম হিরম্ন, পৌর কমান্ডার একে এম শামছুল হক খসরম্ন, ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন, প্রাক্তন থানা কমান্ডার মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী উসমান, মুক্তিযোদ্ধা আবু সাদেক, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংবাদ প্রতিনিধি মোঃ ইউসুফ আলী তালুকদার, স্বজন উপদেষ্টা ও যুগানত্মর মদন প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সংবাদ প্রতিদিনের সংবাদদাতা সুদর্শন আর্চায্য, বাংলাদেশ সময়ের প্রতিনিধি মোঃ অলি উলস্নাহ প্রমূখ। মানববন্ধনে মদন উপজেলার সর্বসত্মরের সাংবাদিক, সচেতন নাগরিক ফোরামের প্রতিনিধি,সুজন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বসত্মরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তরা এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং তার বিরম্নদ্ধে আইনগত ব্যবস’াসহ ভবিষৎতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সে দিকে দৃষ্টি রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ আপডেটঃ ৬:২৪ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০১৫