| বিকাল ৩:২০ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি ●:০৩ আগস্ট ২০১৫, সোমবার,
কিশোরগঞ্জে ভৈরব থেকে ময়মনসিংহগামী ৩৯-আপ ঈশাখাঁ এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে সাজ্জাদ হোসেন প্রান্ত (১৫) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। রোববার রাত ৮টা ৫০মিনিটে ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসার কিছুক্ষণ পরই জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ হোসেন প্রান্ত শহরের উকিলপাড়া এলাকার এনামুল হক মুসা মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাদের গ্রামের বাড়ি মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের শান্তিপুর গ্রামে বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার বিকালে প্রানত্ম প্রাইভেট পড়তে বাসা থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় সে ফোন করে প্রাইভেট শেষ করে বাসায় ফিরতে তার রাত হবে বলে জানায়। কিন’ রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার কোচিং সেন্টারে গিয়ে সেখানে না পেয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে। এদিকে স্থানীয়রা রেললাইনের পাশে একটি লাশ দেখতে পেয়ে কিশোরগঞ্জ জিআরপি থানাকে জানালে পুলিশ ঘটনাস’ল থেকে তার লাশ উদ্ধার করে। ট্রেনের নীচে পড়ে স্কুলছাত্র প্রান্ত’র দু’টি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস’লেই তার মৃত্যু হয় বলেও স্থানীয়রা জানান। আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদনেত্মর পর নিহতের লাশ পরিবারের নিকট হসত্মানত্মর করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৪২ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০১৫