| রাত ৩:২৩ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে ওপেন হাউজ ডে

কিশোরগঞ্জ প্রতিনিধি ● ০৩ আগস্ট ২০১৫, সোমবার,
কিশোরগঞ্জে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান। এতে বিভিন্ন মামলার বাদীগণ তাদের মামলার সর্বশেষ অবস্থার বর্ণনা দিয়ে আইনী প্রতিকার প্রার্থনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিসি’তি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তার বক্তৃতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে অন্যদের মধ্যে কিশোরগঞ্জের সিনিয়র এএসপি খন্দকার ফজলে রাব্বি, কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন, ওসি (তদনত্ম) মো. আনিসুর রহমান, সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মো. আওলাদ হোসেন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৯ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০১৫