| সকাল ৭:৪৯ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইরাকে আইএসের গুলিতে ১৫ পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক, ৩ আগস্ট ২০১৫, সোমবার:

ইরাকে বিশ্বের শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা দেশটির ১৫ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। ইরাকের নিনেভেহ প্রদেশের রাজধানী মসুলে নিরাপত্তা বাহিনীর প্রধান মোহাম্মদ আল-বায়াতি জানিয়েছেন, মসুলের সিটি হলের সামনের একটি চত্বরে জঙ্গিদের রাইফেলের গুলিতে ১৫ পুলিশ কর্মকর্তা নিহত হন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এ সময় সেখানে বহু পথচারীও ছিলেন। তিনি জানান, তাদের মৃতদেহগুলো শহরের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আইএস জঙ্গিরা নির্বাচন কমিশন কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গণহারে আটক অভিযান চালাচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০১৫