| রাত ৩:১৩ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহাসড়কে সিএনজি, অটোটেম্পু চলাচলের দাবিতে ময়মনসিংহে মালিক-শ্রমিকদের মিছিল ও স্মারকলিপি প্রদান

শাহ আলম উজ্জ্বল, ০২ আগস্ট ২০১৫, রোববার, 
মহাসড়কে সিএন্‌িজ,অটোরিকশা অটো টেম্পো ও থ্রিহুইলার চলাচল এবং সরকারী নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে ময়মনসিংহে আজ রবিবার দুপুরে মালিক ও শ্রমিকরা সমাবেশ, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

ময়মনসিংহ জেলা অটো টেম্পু সিএনজি ও মাহেন্দ্র মালিক-শ্রমিকরা আজ রবিবার দুপুরে স্থানীয় টাউন হল প্রাঙ্গনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারক লিপি প্রদান করে,জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী ও পুলিশ সুপার মঈনুল হক স্মারক লিপি গ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা অটো টেম্পু সিএনজি ও মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও শ্রমিক নেতা লিয়াকত আলী। বক্তারা বলেন মোটরযানের সকল আইন ও নিয়ম কানুন মেনে গাড়ি চালাচ্ছি। নেতৃবৃন্দ অবিলম্বে মহাসড়কে সিএনজি, অটোটেম্পু, থ্রি-হুইলার ও মাহেন্দ্র চলাচলের অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। #

সর্বশেষ আপডেটঃ ১০:৪০ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০১৫