| বিকাল ৫:১২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মৎস্য সপ্তাহ উপলক্ষে ত্রিশালে শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা

এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল অফিস,
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ  রোববার দুপুরে স্থানীয় মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে ‘স্বাদু পানির মাছ উৎপাদন বাংলাদেশের ৪র্থ স্থান অর্জন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহসেন আলী।
ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যড়্গ সেলিমুল হক তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক আবুল বাশার, অধ্যাপক শফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক খবিরম্নজ্জামান।

সর্বশেষ আপডেটঃ ১০:৩৩ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০১৫