| রাত ৪:৪১ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

অনলাইন ডেস্ক | ১ আগস্ট ২০১৫, শনিবার,

 শোকের মাস আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাত ১২টা এক মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি, মোমবাতি প্রজ্বালন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং শোকাবহ আগস্ট স্মরণে ৪০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান আজ শনিবার  থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পঙ্কজ দেবনাথ। এদিকে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেয়ার পর টুঙ্গীপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছে সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এই শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শোকের মাস অগাস্ট ঘিরে টানা কর্মসূচি শুরু হল আওয়ামী লীগের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরের বাসায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২:২৮ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০১৫