| রাত ১০:৪২ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে নিখোঁজ সংবাদে বিড়ম্বনায় একটি পরিবার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ৩১ জুলাই, ২০১৫, শুক্রবার,
ফুলপুর থেকে একজন কিশোর নিখোঁজের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে মোবাইল ফোনে প্রতারক চক্রের চাঁদা দাবিসহ বিভিন্ন হুককির বিড়ম্বনায় পড়েছেন পরিবারটি।
জানা যায়, ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের ফতেপুর গ্রামের এনামুল হক (১৫) নামে এক কিশোর ২৫ জুলাই ঢাকাস’ ধামরাই এলাকার মার্কাস ওমর বিন খাত্তাব (রা.) হাফিজিয়া মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ব্যাপারে ৩১ জুলাই দৈনিক যুগান্তরের ৬ পৃষ্ঠায় একটি নিখোঁজ সংবাদ প্রকাশ হয়। এদিনই রাত ১২টার পরে পত্রিকায় দেয়া নিখোঁজ পরিবারের ০১৭১৩৫২৩৭৬০ নম্বর মোবাইল ফোনে ০১৯৮০৭০২৩৫৩ নম্বর থেকে ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। সকালের মধ্যে বিকাশে টাকা না পাঠালে নিখোঁজ কিশোরটিকে ভারতে পাচার করে দেয়া হবে বলে হুমকি দেয়। শুক্রবার সকালে ০১৮২৯২৬১৭৬৩ নম্বর থেকে প্রতারক নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে নিখোঁজ কিশোরটি দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি আছে দাবি করে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দ্রুত বিকাশে পাঠাতে বলে। এছাড়াও কিশোরকে ফিরে পেতে ০১৭২৮৮১৪০১৮ নম্বর থেকে বি.বাড়িয়া ও ০১৬২৪২৩২৫৪৭ নম্বর থেকে ফুলপুরের পরিচয়ে ৫০ হাজার টাকা বিকাশে মুক্তিপন দাবি করে। এতে করে রাত থেকেই পরিবারটি চরম বিড়ম্বনায় পড়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪১ অপরাহ্ণ | জুলাই ৩১, ২০১৫