| রাত ৪:৪৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ

ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপির সহযোগীতায় চন্ডীপাশা ইউনয়নের ঘোষপালা গ্রামে ৩ দিন ব্যাপী (২৬-২৮ জুলাই, ২০১৫) দেশীয় মুরগী পালন বিষয়ক এক প্রশিড়্গণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত গ্রামের ২৫ জন অতি দরিদ্র মহিলার পরিবারের এবং পরিবারের শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহের জন্য তাদের সড়্গমতা বৃদ্ধি করার লড়্গ্যে এই প্রশিড়্গন কর্মশালার আয়োজন করা হয়। প্রশিড়্গনে প্রশিড়্গনার্থীরা মুরগী পালনের বিভিন্ন ধাপ, ব্যবস’াপনা, মুরগীর খাদ্য, রোগ এবং চিকিৎসা সন্মন্ধে বিসত্মারিত জ্ঞান লাভ করেন। জনাব শফিউল আলম খান রাজুর পরিচালনায় উক্ত প্রশিড়্গণটি সম্পন্ন হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৫০ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০১৫