| সকাল ৮:১৬ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

দ্বিতীয় টেস্টের মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ৭৫/১

অনলাইন ডেস্ক,৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দিন ১ উইকেটে ৭৫ রান করে মাধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। আজ শুরুতেই দলীয় ১২ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। তামিম ব্যক্তিগত ১৫ বলে ৬ রানে ডেল স্টেইনের বলে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে পথ দেখাচ্ছেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। ৬৩ রানে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। ইমরুল ২৮ ও মুমিনুল ৩৫ রানে অপরাজিত আছে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়। ঢাকা টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেেছ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। তাইজুল চট্টগ্রাম টেস্টে ১ উইকেট নেন।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, নাসির হোসেন, লিটন দাস, মোহাম্মদ শহিদ, মুস্তাফিজুর রহমান ও যুবায়ের হোসেন।

দক্ষিণ আফ্রিকা দল:
ডিন এলগার, ভ্যান জিল, ফ্যাফ ডু প্লেসিস, হাশিম আমলা, তেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ডেন ভিলাস, ভারনন ফিল্যান্ডার, ডের স্টেইন, সিমন হারমার ও মরনে মরকেল।

সর্বশেষ আপডেটঃ ১২:৩৮ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০১৫