| সন্ধ্যা ৭:০১ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল

অনলাইন ডেস্ক,  ২৯ জুলাই ২০১৫, বুধবার:

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার  নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে শুনানি শেষ হওয়ায় ২৯শে জুলাই রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। গত ১৬ই জুন শুরু হয়ে ১৩ কার্যদিবসে এ আপিল শুনানি শেষ হয়। ২০১৩ সালের ১লা অক্টোবর মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ২৯শে অক্টোবর খালাস চেয়ে আপিল বিভাগে আপিল করেন সালাউদ্দিন কাদের। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

সর্বশেষ আপডেটঃ ২:২৬ অপরাহ্ণ | জুলাই ২৯, ২০১৫