| সকাল ৮:১৮ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ী্যার সোয়াইতপুরে শেয়ালের কামড়ে ১০জন আহত

ফুলবাড়ীয়া ব্যুরো অফিসঃ মঙ্গলবার (২৮জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামে পাগলা শেয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছে। এছাড়াও কামড়িয়েছে আরো ২৫ গবাদী পশুকে । আহতদের মধ্যে হোসেন আলী, মোহাম্মদ আলী, কবীর, জামানের স্ত্রী ও এক ভ্যানচালককে আহত অবস্থায় পাশ্ববর্তী ঘাটাইল ও ঢাকার মহাখালী হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। স্থানীয়রা জানায়, সোয়াইতপুর বাজার সংলগ্ন নামাপাড়ায় বেশ কয়েটি শিয়াল আচমকা বের হয়ে নারী, পুরুষসহ গবাদী পশুদের কামড়াতে থাকলে ১০ নারী পুরুষ আহত হয়। এলাকায় আতংক বিরাজ করছে। পরে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে শিয়ালটি ধৃত করে মেরে ফেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বিচ্ছিন্ন ও অপরিকল্পিতভাবে পোল্টি ফার্ম গড়ে উঠা এবং যত্রতত্র ময়লা আবর্জনার ফেলার কারণে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এতে মানুষের জান ও মালের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এ ব্যাপারে বড় ধরনের ক্ষতির আগে প্রশাসন বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখবেন কি?

সর্বশেষ আপডেটঃ ১০:২২ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০১৫