| সকাল ১১:১৩ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন- এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ২৮ জুলাই ২০১৫, মঙ্গলবার: 

আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন- এ প্রতিপাদ্য সামনে রেখে জন সচেতনতামূলক আলোচনা সভা গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তারাকান্দা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভায় অতিথি ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদ, তারাকান্দার থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছূল আলম, তারাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান আকন্দ, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরকার ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি আজিজুল হক পারভেজ প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন তরিকুল ইসলাম। উল্লেখ্য গত ২০ জুলাই গোপালপুর বাজারে পুলিশের সাথে এলাকাবাসীর অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনিসুল হক ও ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত সদস্য আব্দুল হালিম সহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উক্ত মামলা থেকে শিক্ষক আনিসুল হকের নাম প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) কাছে লিখিত আবেদন করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:২৮ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০১৫