| দুপুর ১২:০৬ - বৃহস্পতিবার - ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী আলোচনা ও পোনা অবমুক্ত করণ

এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল, ২৮ জুলাই ২০১৫, মঙ্গলবার: 
ময়মনসিংহের ত্রিশালের আজ  মঙ্গলবার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শুরম্ন হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংষদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, লুৎফুন নেছা বিউটি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরম্নজ আলী মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, উপজেলা সিনয়ির মৎস্য কর্মকর্তা মোহসিন আলী প্রমূখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:০৬ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০১৫