| দুপুর ১২:৪৫ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পর পর দুই সপ্তাহে ২ ছবি

অনলাইন ডেস্ক,২৮ জুলাই ২০১৫, মঙ্গলবার:

পর পর দুই সপ্তাহে দুই ছবি নিয়ে দর্শকদের সামনে আসবেন সময়ের আলোচিত নায়িকা পরীমনি। একটি ‘আরো ভালবাসবো তোমায়’, আরেকটি ‘লাভার নাম্বার ওয়ান’। এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালবাসবো তোমায়’ ১৪ই আগস্ট এবং ফারুক ওমর পরিচালিত ‘লাভার নাম্বার ওয়ান’ ২১শে আগস্ট মুক্তি পাবে। প্রথম ছবিতে তার নায়ক শাকিব খান, দ্বিতীয়টিতে বাপ্পি চৌধুরী। দুটিই বড়মাপের এবং বড় বাজেটের ছবি। দুটি ছবিই পরীমনির জন্য চ্যালেঞ্জ হয়ে আসছে। কারণ, প্রথম ছবি মুক্তির আগে রেকর্ডসংখ্যক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ব্যাপকভাবে আলোচিত হওয়া পরীমনির পর্দা অভিষেকটা ভাল হয়নি। এ পর্যন্ত দুটি ছবি মুক্তি পেলেও কোন ছবিই কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারেনি। ফলে আলোচনাকে ধরে রাখার জন্য পরীমনির প্রয়োজন বড় রকমের একটি সাফল্য, যা তাকে এনে দিতে পারে ‘আরো ভালবাসবো তোমায়’ এবং ‘লাভার নাম্বার ওয়ান’। দুটি ছবিতে যদি পরীমনি তার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যান তাহলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না বলে চলচ্চিত্রবোদ্ধারা অভিমত ব্যক্ত করছেন। অবশ্য সবাই আশাও করছেন যেহেতু দুটি ছবিই ভালমানের, সেহেতু এবার কাঙ্ক্ষিত সাফল্যটা পরীমনি পেয়েও যেতে পারেন। বর্তমানে দর্শক হৃদয়ে ঝড় তোলা নায়িকা সঙ্কটের মধ্যে পরীমনির সাফল্য পাওয়াটা জরুরি বলে তারা মনে করছেন। পরীমনি নিজেও তার অভিনীত ‘আরো ভালবাসবো তোমায়’ এবং ‘লাভার নাম্বার ওয়ান’ ছবি দুটি নিয়ে বেশ আশাবাদী। পরীমনি বলেন, দুটি ছবিই চমৎকার গল্পের এবং অত্যন্ত যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে। দর্শক যে ধরনের ছবি পছন্দ করেন, ‘আরো ভালবাসবো তোমায়’ এবং ‘লাভার নাম্বার ওয়ান’ সে ধরনের ছবি। আমার বিশ্বাস দুটি ছবিই দর্শক গ্রহণ করবেন এবং আমি বড় রকমের সাফল্য পাবো। পরীমনি এখন চলচ্চিত্রে সবচেয়ে ব্যস্ত নায়িকা। অনেক ছবির শুটিং, ডাবিং নিয়ে তিনি ব্যস্ত। এসব ছবির মধ্যে ‘পুড়ে যায় মন’ ‘নদীর বুকে চাঁদ’, ‘ধূমকেতু’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘ইনোসেন্ট লাভ’, ‘সোনাবন্ধু’ ইত্যাদি উল্লেখযোগ্য। মুক্তির মিছিলে রয়েছে ‘রানা প্লাজা’ এবং ‘মহুয়া সুন্দরী’। শাকিব খান থেকে শুরু করে বাপ্পি, সাইমন, আরজু সবার সঙ্গেই কাজ করছেন পরীমনি। আশা করছেন সবার সঙ্গেই তিনি সাফল্য এবং দর্শক ভালবাসা পাবেন।

সর্বশেষ আপডেটঃ ১২:৪১ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০১৫