| দুপুর ২:২৫ - রবিবার - ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ২৭ জুলাই ২০১৫, সোমবার:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী নান্দাইল উপজেলায় যথাযোগ্যভাবে পালিত হয়।
এ উপলক্ষে আজ চন্ডীপাশা এলাকায় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন এর কার্যালয় প্রাঙ্গনে কেক কেঁটে দিবসের সূচনা করা হয়।
অতঃপর সংসদ সদস্য মোঃ আনোয়ারম্নল আবেদীন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল মালেক চৌধুরী স্বপনের নেতৃত্বে এক আনন্দ র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংসদ সদস্যের কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামরুজ্জামান রিপন এর সভাপতিত্বে অনূষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫৪- মযমনসিংহ-৯ নান্দাইলের সংসদ সদস্য ,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন তুহিন, বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি উপসি’ত ছিলেন।
সমাবেশে আওয়ামীলীগ নেতা রফিক উদ্দিন ভূইয়া, মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া, এমদাদুল হক ভুইয়া, যুব মহিলালীগের আহবায়িকা লূৎফুন্নাহার লাকি, উপজেলা যুবলীগ আহবায়ক শহীদুল্লাহ শহীদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সালসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোওলা গোলাপ।
সমাবেশে সংসদ সদস্য আনন্দের সাথে ঘোষণা করেন নান্দাইল- ত্রিশাল উপজেলার ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত বালিপাড়া ব্রীজের নামকরন গত ২৬ জুলাই থেকে মরহুম জননেতা রফিক উদ্দিন ভুইয়াভ নামে নাম করন করা হয়েছে। যা সরকারী ভাবে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।#

সর্বশেষ আপডেটঃ ৭:২৫ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০১৫