| রাত ১০:২৪ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টেস্ট ছাড়ার অপেক্ষায় মিসাবহ-উল-হক

অনলাইন ডেস্ক,২৭ জুলাই ২০১৫, সোমবার:

টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছেন। আর ওয়ানডে ছেড়েছেন গত বিশ্বকাপের পর। এবার টেস্ট ছাড়ার অপেক্ষায় মিসাবহ-উল-হক। ৪১ বছর বয়সী এ ব্যাটসম্যান এ বছরের পর আর ক্রিকেট খেলবেন না, এটা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু কাদের বিপক্ষে তিনি শেষ টেস্ট খেলবেন এটা ছিল অনিশ্চিত। কিন্তু এবার নিজের ইচ্ছার কথাই জানালেন পাকিস্তানের নির্ভরযোগ্য এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান তিনি। এ বছর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি টেস্ট সিরিজ আয়োজন করতে চাইছে দুই দেশের ক্রিকেট বোর্ড। আইসিসি’র ফিউচার ট্যুর প্রোগ্রামে এই সূচি নেই। তবে টেস্ট সিরিজ নিশ্চিত করার পথে দুই দেশ। আর যদি সিরিজটি হয় তাহলে সেখানেই ইতি টানতে চান মিসবাহ। বলেন, ‘আমি জানি, ক্রিকেটকে দেয়ার মতো আমার মধ্যে এখন খুব বেশি কিছু বাকি নেই। হ্যা, আমি আর কয়েকটি টেস্ট ম্যাচ খেলতে চাই। তারপরই ক্রিকেটকে বিদায় জানাতে চাই। ভারতের বিপক্ষে আলোচনায় থাকা টেস্ট সিরিজ যদি হয় তাহলে সেই সিরিজই সম্ভবত আমার শেষ হবে। ভারতের বিপক্ষের টেস্ট সিরিজ খেলেই আমি ক্যারিয়ার ইতি টানতে চাই।’ মিসবাহ-উল-হক ৫৮ কিংবা তারচেয়ে বেশি টেস্ট খেলা একমাত্র পাকিস্তানী খেলোয়াড় যিদি দেশের মাটিতে সর্বনিম্ন ৫ টেস্ট খেলেছেন। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হওয়ার পর কোনো আন্তর্জাতিক দেশ পাকিস্তান সফর না করায় তার এই অবস্থা। তবে ৬ বছর পর এবার জিম্বাবুয়ে পাকিস্তানে সফর করে সে গেরো কাটিয়েছে। তবে দেশের মাটিতে বেশি টেস্ট খেলতে না পারার আক্ষেপ মিসবাহ’র তাই দেশের মাটিতে খেলেই অবসর নিতে চান তিনি। বলেন, ‘দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে না পারাটা আমার জন্য অনেক কষ্টের। দেশের মানুষের সামনে খেলার চেয়ে আনন্দের কিছু নেই। আমি আশা করছি, শেষবার দেশের মানুষের সামনে খেলে অবসর নিতে পারবো।’ ৫৮ টেস্ট খেলা মিসবাহ ৮ সেঞ্চুরি ২৯ ফিফটিতে ৪৮.১৯ গড়ে করেছেন ৪০০০ রান। আর ১৬২ ওয়ানডেতে ৪২ ফিফটিতে তার রান ৫১২২।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৯ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০১৫