| দুপুর ২:৫৫ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলার অপহৃত উজ্জল ৭দিনেও উদ্ধার হয়নি ঃ ২০লক্ষ টাকা মুক্তিপন দাবী

 

পূর্বধলা প্রতিনিধিঃ  ২৫ জুলাই ২০১৫, শনিবার:
অপহরন মামলা দায়ের করার সাত দিন পরেও অপহৃত আতিকুর রহমান খান উজ্জল(৩৫) কে উদ্ধার করতে পারেনি পুলিশ । তার বাড়ী পূর্বধলা উপজেলার পাট্টাদামপাড়া গ্রামে । তার বাবার নাম মৃত আঃ হাকিম
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আঃ রহমান জানান উপজেলার পাট্টা দামপাড়া গ্রামের মৃত আঃ হাকিমের পুত্র আতিকুর রহমান খান উজ্জল গত ১৫ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ যাওয়ার উদ্দ্যেশে বাড়ী থেকে বের হন , এবং ময়মনসিংহ রাত্রি যাপন করে পরদিন ১৬ জুলাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে করে রওনা হন। এর কিছু সময় পর তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার পর থেকে
তার কোন খোজ পাওয়া য়ায়নি।
জিডির তদনত্ম কর্মকর্তা এস আই নূরম্নল আমীন জানান অপহরন কারীরা অন্য একটি মোবাইল ফোন থেকে উজ্জলের বোনের কাছে উজ্জলের মুক্তিপনের জন্য ২০লড়্গ টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনার পর থেকে পুলিশ ও উজ্জলের পরিবারের ধারনা একটি চক্র উজ্জলকে ফাঁদে ফেলে অপহরন করে মুক্তিপন আদায়ের চেষ্টা করছে। তার কোন খোঁজ না পেয়ে অবশেষে তার স্ত্রী লিপি বেগম পূর্বধলা থানায় একটি জিডি করেন যার নম্বর ৬৪২ তারিখ ১৮/০৭/২০১৫।

সর্বশেষ আপডেটঃ ৬:২৪ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০১৫