| দুপুর ১:৫৩ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিকলীতে গায়ে হলুদের আলোক সজ্জায় বিদ্যুতপৃষ্ট হয়ে ৩ জন আহত

 

খাইরুল মোমেন স্বপন, নিকলী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ঃ২০ জুলাই ২০১৫, সোমবার,  

কিশোরগঞ্জের নিকলীতে গায়ে হলুদের আলোক সজ্জার বিদ্যুতের সংযোগ তার ছিঁেড় বিদ্যুৎপৃষ্ট হয়ে নারী সহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলো উপজেলার মধ্য কামালপুর গ্রামের মঞ্জিল মিয়ার স্ত্রী রেজিয়া (৫৫), আ. মজিদের পুত্র ইস্রাফিল(৬০) ও মীর হোসেনের পুত্র রাব্বি(১৪)। আহত ৩ জনকেই মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দামপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার কমর উদ্দিনের মেয়ের গায়ে হলুদের আলোক সজ্জার জন্য বাড়ীর পার্শ্ববর্তী বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। সন্ধ্যায় বিদ্যুত সংযোগের তারটির মাঝামাঝি ছিঁড়ে কমর উদ্দিনের বাড়ি ও বিদ্যুতের খুঁটির মাঝখানের মঞ্জিল মিয়ার বসত ঘরের টিনের চাল বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় বিদ্যুতপৃষ্ট হয়ে ঘরের মধ্যে থাকা রেজিয়ার ও পথচারী ইস্রাফিলের শরীরের ৩০ শতাংশ এবং রাব্বির১০ শতাংশ শরীর পুড়ে যায়। আহতদের প্রথমে নিকলী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। রেজিয়ার পরিবার জানায়, ঘরের চালের উপর দিয়েবিদ্যুতের সংযোগ দিতে রেজিয়া প্রতিবাদ করে। প্রভাবশালী কমর উদ্দিন মেম্বার জোর করেই এই অবৈধ সংযোগটি দিয়েছিলো। কমর উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে জানান, আমি আলোকসজ্জার জন্য জেনারেটর সহ ডেকোরেটর ভাড়া করেছি। বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমি জানিও না, আমি সম্পৃক্তও নই। তবে উপজেলাবাসীর অনেকেই জানায় পলস্নী বিদ্যুতের অসাধু কিছু কর্মচারীদের সাথে আতাত করে এভাবে বিয়ে, পূজা ও ওয়াজ মাহফিলের মতো অনুষ্ঠানের আলোক সজ্জার বিদ্যুৎ সংযোগ ডেকোরেটরের লোকজন হরহামেশাই দিয়ে থাকে। আহতের অবস্থা আশংকাজনক বলে তাদের পরিবার সূত্রে জানা যায়।খাইরম্নল মোমেন স্বপননিকলী (কিশোরগঞ্জ) প্র

সর্বশেষ আপডেটঃ ৫:৫৯ অপরাহ্ণ | জুলাই ২০, ২০১৫