| বিকাল ৪:২০ - বুধবার - ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট

অনলাইন ডেস্ক | ১৭ জুলাই ২০১৫, শুক্রবার,

গাজীপুরের বিভিন্নস্থানে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো লাখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা মোড় থেকে ঢাকা-বাইপাস সড়কের মীরের বাজার পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তাদের দুর্ভোগ চরমে। মাত্র ২০ মিনিটের পথ তিন ঘন্টায়ও পাড়ি দিতে পারছে না। সড়কের আড়াই ঘন্টা পথ পাড়ি দিয়েছে ১২-১৪ ঘন্টায়। ভোগড়া, কোনাবড়িসহ বিভিন্নস্থানে ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসে থেকে বেশী ভোগান্তি পোহাতে হচ্ছে নারী-শিশুদের। তারা ঈদের আগে বাড়ি ফিরতে পারবে কিনা এমন চিন্তায় পড়েছেন। কালীয়াকৈর-নবীনগর সড়কেও রয়েছে গাড়ির দীর্ঘ লাইন। থেমে থেমে চলছে যানবাহন। তবে জেলার চান্দনা চৌরাস্তা থেকে জৈনাবাজর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার চারলেন হয়ে যাওয়ায় মহাসড়কের যানজটমুক্ত ওই অংশ সবাই নির্বিঘই পাড়ি দিচ্ছেন। যানজট নিরসনের হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশের দেড় হাজার পুলিশ ছাড়াও একহাজার কমিউনিটি পুলিশ রাত-দিন কাজ করে যাচ্ছেন যানজট মুক্ত করতে।

সর্বশেষ আপডেটঃ ৫:০০ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০১৫